কলমে:- ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল
একদেশে ছিল এক রাজা।রাজার চার ছেলে।কোন কন্যা সন্তান নেই।এজন্য রাজার মনে কোন দু: খ- কষ্ট নেই।রাজকার্য ভালোভাবে পরিচালনা করিতে ছিলেন।প্রজারাও সুখে- শান্তিতে বসবাস করিতেছে।কারো মনে কোন দু:খ- কষ্ট নেই।এভাবে দিন অতিবাহিত হচ্ছে।কেটে গেল অনেক বছর।রাজা বৃদ্ধ হয়েছেন।চার ছেলের কাছে রাজ্যভার দিয়ে তিনি অবসর গ্রহন করিবেন।একদিন রাজা সকল ছেলেদের ডেকে বললেন শুন আমার পুত্রগন,আমি বৃদ্ধ হয়েছি।তোমাদের কাছে রাজ্যভার দিয়ে আমি বিশ্রাম নিব।তোমরা সঠিকভাবে রাজকার্য চালাবে,যাতে জগত সংসারে তোমাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।তোমার আশীর্বাদ থাকলে আমরা তা সঠিক ভাবে পালন করতে পারবো বলল ছেলেরা।রাজা- সৃষ্টিকর্তা,তোমাদের মঙ্গল করুন।
বড় ছেলে বলল:-
যোগ চিহ্ন আমার নাম
বলি কানে কানেয়
সংখার সাথে সংখার যোগে
সবাই আমায় টানে
মেজ ছেলে বলল:-
বিয়োগ চিহ্ন আমার নাম
তোমরা কি তা জানো?
সংখ্যা থেকে সংখ্যা বাদ দিতে
তোমরা আমায় টান।
সেজ ছেলে বলল:-
গুণ চিহ্ন আমার নাম
ছাত্র- ছাত্রী জানে
বার বার সংখ্যার সাথে
সংখ।