মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
খুলনায় ৫ লাখ টাকার জাল নোট সহ খোরশেদ আলম(৪৮) নামের ০১ এক যুবককে আটক করেছে পুলিশ। ২১-৫২০২৫ বুধবার বেলা পৌনে ১১ টার দিকে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে তাদের আটক করা হয়। আটক ঔই যুবক সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজের ট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। লবনচোরা থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো: ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসান।তারা ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে অভি্যান চালায়।ঔই পরিবহনের একটি আসনে বসা ব্যক্তির আচরন সন্দেহ জনক হওয়ায় তার দেহ এবং সাথে থাকা ব্যাগটি তল্লাসি করে। এসময় পুলিশ তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ টাকা নোটের ১০ বান্ডিল উদ্ধার করে। পরে নিরিক্ষা করে দেখা যায় সেগুলো জাল টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।