আধার কেটে আলো আসে
নীল আকাশে হঠাৎ আসে,
কালো মেঘের ছায়া।
তাই দেখিয়া মনটা আমার,
ভয়ে গেলো৷ পায়া।
ঘন কালো মেঘ দেখে,
ভয়ে দুরুদুরু বুক কাপে।
কখন যেন আকাশ নামে,
কঠিন দাপে দাপে।
মনে কতো শঙ্কা জাতে,
কখন কোথায় কি হয়।
মনের ভিতর প্রশ্ন জাগে,
মন আমার কত কি না কয়।
খানিক পরে মেঘ কেটে যায়,
মেঘ মুক্ত আকাশ।
আধার কেটে আলো আসে
সু নির্মল আসে বাতাস।
গ্রীষ্ম কালে মেঘের ভেলা
গ্রীষ্ম কালে ঝড় আসে,
বাদল নামে খুব।
আম কাঁঠাল লিচু পাকে,
লাল হয় টুপ টুপ।
খোকন সোনা খায় ভালো
পাকা আম কাঁঠাল।
পাকা লিচু পেলে খোকা,
খুশি হয় এক গাল।
গ্রীষ্ম কালে মামার বাড়ি,
আম কাঁঠাল লিচুর বাগান,
সেথায় যেতে মন আমার,
করে শুধু আনচান।
গ্রীষ্ম কালে ঝড় হয়
তুফান তেড়ে আসে।
গ্রীষ্ম কালে নীল আকাশে
মেঘের ভেলা ভাসে।