• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

গভীর রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে বাণিজ্যক জাহাজে সশস্ত্র ডাকাতি

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

বাগেরহাটের মোংলা বন্দরের বেসক্রিকে অবস্থানরত এম,ভি সেজুঁতি’ নামক বাণিজ্যিক জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জাহাজের ক্রু ও ষ্টাফদের জিম্মি এবং মারধর করে বিয়ারিং, ইকুপমেন্ট, স্ক্রাপ ও ওয়াররোফসহ প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ডাকাত দলের মারধরে তিন ক্রু আহত হয়েছেন। সোমবার ভোর রাতে বন্দর চ্যানেলের (পশুর নদী) বেসক্রিক এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনাস্থ ম্যানেজার শরিফ জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশী প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন এম,ভি সেজুঁতি’ ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২জুন মোংলা সমুদ্র বন্দরের বেসক্রিক এলাকায় নোঙ্গর করে পণ্য খালাস কাজ সম্পন্ন করে। বন্দরে অস্থানকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে এ জাহাজটি প্রায় এক বছর ধরে বন্দর চ্যানেলে আটকে রয়েছে। এ জাহাজটিতে চীফ অফিসারসহ ৭ ক্রু ও ষ্টাফ রয়েছে। বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে সোমাবার ভোর রাতে একটি ফিসিং ট্রলারে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হানা দেয় ১৪ জনের একটি ডাকাত দল। এ সময় নাবিকদের রশি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘন্টাব্যাপী তান্ডব চালায় ডাকাত দলের সদস্যরা। এ সময় ডাকাতরা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত গ্রাফস্ট, জাহাজ বাঁধার ওয়াররোফ রোফ, ইঞ্জিনে ব্যবহৃত বেয়ারিং, বিপুল পরিমাণ জ্বালানী তেল, মোবিল ও রসদসহ বিভিন্ন ধরণের মালমাল লুটে নেয়। এছাড়া নাবিকদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোনও কেঁড়ে নেয় তারা। সশস্ত্র ডাকাতদের মারধরে জাহাজের ৩ ষ্টাফ আহত হয়। তাদের শিপিং এজেন্টের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শরিফ জাহিদুল করিম অমিত আরো জানান, মোংলা বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে এনিয়ে ৩ দফায় ডাকাতরা হানা দিয়ে লুটপাট চালায়। সর্বশেষ সোমবার ভোর রাতে জাহাজের প্রায় ২২লাখ টাকার মালামার অস্ত্রের মুখে লুট করে ডাকাতরা। তিনি বলেন, এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ বলেন,  কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলকে ধরতে অভিযান শুরু হয়েছে।

এদিকে বন্দর চ্যানেলে থাকা বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজ খবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd