মোছাঃ আছিয়া আক্তার আছমা
বিমানবন্দরের পুলিশ গার্ডরাই ভালো জানে,
প্রবাসে যাওয়া এবং আসার কাহিনি
তারা দেখে যাত্রীর পরিবারের আহাজারি
কান্না এবং স্ত্রী সন্তানের মায়াভরা চাওনি।
আর মনে মনে হয়তো ভাবে
দেশ ছেড়ে যাওয়ার না জানি কি কষ্ট
তারা হয়তো মনে করে দূর প্রবাসে
যাওয়ার কারণ , হয়তো পরিবারের সন্তুষ্ট।
তারা হয়তো জানে না পরিবারের কলিজার
টুকরা সন্তানের চলে যাওয়ার রহস্য
তাদের কাছে এই চলে যাওয়া হয়তো
সফলতার নয়তো শখের যাওয়ার দৃশ্য।
তারা হয়তো জানে না কতদিনের
শ্রমের টাকায় সন্তান প্রবাস যায়
তারা হয়তো জানে না এই টাকা
একটি পরিবারের সারাজীবনের আয়।
তারা হয়তো মনে মনে ভাবে সফলতার
পথের আরুহন করার মাধ্যম প্রবাস
তারা হয়তো মনে করে প্রবাস জীবনে
কি আনন্দের এবং কি? সুখের বসবাস।