কলমেঃ শামীমা খালিদ শাম্মী
দেখার ব্যকুলতা, চোখে নিষেধাজ্ঞার পেরেক
কন্ঠ শুনার আকুলতা,আলাপনে কারফিউ জারি,
স্পর্শের আকুতিতে তালাকের সিলমোহর
পাওয়ার তৃষ্ণায় কাতরে বেওয়ারিশ দাফন।
বিশ্বাসের গায়ে অবিশ্বাসের কাফন জীবন্ত লাশ
অপেক্ষার প্রহরে আক্ষেপের করুণ সুর,
নিঃশ্বাস থেমে যাওয়ার আকস্মিক কবর
সাক্ষী সহস্র রাত জাগার রুপকথার ফিনিক্স।
বাতাসে নিষিদ্ধ প্রেমের দুঃসংবাদ ভাসে
অবহেলায় হতাশাদের পিছুটান স্বপ্নের দাফন,
অন্তহীন অভিমানে অভিশপ্ত দেওয়ালে দীর্ঘশ্বাস
পবিত্র অনুভূতিতে অসুখে মরণ মিছিল।