• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

সিলেটের বিশ্বনাথে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মে ২০২৫ ইং সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।

আইন শৃঙ্খলা কমিটির সভায় বিগত একমাসের উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। উক্ত সভায় বজ্রপাত থেকে নিরাপদে থাকতে জনসচেতনতা বৃদ্ধি, যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, চোরাচালান নিয়ন্ত্রণ, ঈদুল আযহা উপলক্ষে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, উপজেলায় বিদ্যুৎ সংযোগ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান, বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ী ঢল হতে সৃষ্ট বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ফয়জুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজাঞ্চি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, বিশ্বনাথ ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আকরামুল ইসলাম, পৌর নির্বাহী অফিসার বদরুজ্জামান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না প্রমুখ।

সভায় বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd