• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ বুকে বল রেখে চল

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মোঃ রহমত আলী 

 

বুকে সাহস বেঁধে চল ,

যদিও বল আছে কম ,

একদিন হবেই সফল ,

সত্য সৎ সততাই বল।

 

মন শক্ত করে তুই গড় ,

মিথ্যাকে করিস না ডর ,

সত্যের ওপর কর ভর ,

বুকে সাহস ধরে চল।

 

মাটির জন্য মায়া কর ,

সত্যটাকে আগলে ধর ,

বুকে বল রেখে সত্য বল ,

ওরে নবীন দামাল দল।

 

তোর মাথার ওপর আকাশ ,

মায়ের দোয়া আশীর্বাদ ,

চোখের জল মুছে ফেল ,

মা’কে ভালোবেসে চল।

 

ও তোর মনটা যেন না’হয় দুর্বল ,

মিথ্যার নেই কোনো বল,

তুই সত্য হলেই হবি রে সফল ,

সদা মনে সৎ সাহস রেখে চল।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd