মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ
খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকায় উন্নয়ন (ফেজ-২) শীর্ষক প্রকল্প বিষয়ক সভা আজ (রবিবার) বিকালে কেসিসি’র জিআইজেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার। সভায় বিভাগীয় কমিশনার বলেন, এই প্রকল্প যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি কাজ করবে। তারা আগামী ১৫ দিনের মধ্যে তাদের কাজ শুরু করবে। তিনি আরও বলেন, সকল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন। সভায় উপপ্রকল্প আলুতলা স্লুইস গেট, লবনচরা স্লুইস গেট, রূপসা রিভার ফ্রন্ট পার্ক, নিরালা খাল ও সোনাডাঙ্গা বাইপাস রোড ব্যবস্থাপনার উন্নয়ন (সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ময়ূর ব্রীজ পর্যন্ত) প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, এ প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে চারশত ৯১ কোটি ২৮ লাখ ৬১ হাজার টাকা। যার মধ্যে প্রকল্প সাহায্য জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক ৩১২.২৮১৫ কোটি টাকা, জিওবি ১৭৮.০০৪৬ কোটি এবং খুলনা সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে এক কোটি টাকা। সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোঃ আল মান্নান, উপসচিব মোস্তাফিজুর রহমান, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রকল্প সর্ম্পকে ধারণাপত্র উপস্থাপন করেন কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা ও উপপ্রকল্প পরিচালক আবির উল জব্বার।