গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে সংবাদ প্রেরণের অনুমতি পেয়েছেন।
সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর এ এম এম বাহাউদ্দিন স্বাক্ষরিত এক নিয়োগ পত্রের মাধ্যমে তাকে এ অনুমতি প্রদান করা হয়। এর ফলে তিনি এখন থেকে পত্রিকাটিতে গোয়াইনঘাট উপজেলার খবরাদি প্রেরণ করতে পারবেন।
তানজিল হোসেন দীর্ঘদিন ধরে সৎ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। একই সঙ্গে তিনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে তানজিল হোসেন বলেন, এমন একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। আমি পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।
এদিকে তাঁর এই নিয়োগে স্থানীয় সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।