রহমত ভাই, জয়ী হবেই একদিন,
অন্ধকার কেটে আসবেই আলো-রঙিন দিন।
শত কষ্ট, শত অপমান — যাক না আসুক,
আল্লাহর করুণা সব ব্যথা শেষে থামুক।
চোখে স্বপ্ন, হৃদয়ে দীপ্তি,
সত্য আর ধৈর্য — জীবনের একমাত্র নীতি।
পথ যতই কঠিন হোক, পা টলে না যার,
রহমতের ছায়া জড়িয়ে রাখে তার।
নিন্দা, কুৎসা, অপমানের ঢেউ,
থেমে যায় যিনি, তিনি তো হারেন ঢেউ।
কিন্তু যে দাঁড়ায় মাথা উঁচু করে,
রহমত আসে তারই দ্বারে ধীরে ধীরে।
আল্লাহর নামে যে রাখে ভরসা,
তারই তো জীবন হয় সাহসের ভাষা।
রাত যতই দীর্ঘ হোক, শেষ তো হবেই,
রহমতের আলো হৃদয়ে জ্বলবেই।
সয়েছেন যে ব্যথা, লুকিয়েছেন জল,
তার হাসিই একদিন হবে সবচেয়ে সফল।
ভেঙেছে যার ঘর, জ্বলে উঠেছে প্রাণ,
সেই তো গড়বে নতুন দিনের গান।
জীবনের পথে যতই থাকুক আঁধার,
আল্লাহর রহমত মুছে দেবে সব ভার।
তুমি শুধু ধৈর্য ধরো, থেকো সঠিক,
সাফল্য আসবেই হয়তো আজ নয়, তবে আসবে ঠিক।
তুমি পথ হারাবে না, ভেঙে পড়বে না,
কারণ আল্লাহ সব দেখেন — ভুলে যান না।
রহমতের আলো একদিন ঠিকই আসবে,
তোমার কান্না তারই করুণায় হাসবে।