বাবা মানে শক্তি
কত ঈদে বাবা ছিলেন
এবার ঈদে নেই,
মনের যত চাপা কষ্ট
জমা থাকে মনেই।
ঈদ আসলে ঈদের কাপড়
বাবা দিতেন কিনে,
আজ বাবাকে দিতে পারবো
বাবা নেই এই দিনে।
বাবা মানে বটবৃক্ষ
বাবা মানে শক্তি,
বাবা কে কষ্ট দিও না
করো না অভক্তি।
কবিতা : মৃত্যু
উঠান মাঝে পাড়ার লোকে
যেদিন করবে ভীড়,
মায়ার ভুবন ছাড়তে হবে
কবর হবে নীড়।
আমায় দেখে ফেলবে সবাই
দুই নয়নের পানি,
কেউবা আনবে সুরমা গোলাপ
কেউবা আতর দানী।
কেউবা আবার খুরবে কবর
কেউবা কাটবে বাঁশ,
নাম ধরে ডাকবে না কেউ
ডাকবে মরা লাশ।
তবুও মন কীসের মোহে
এত অহংকার,
ভেবে দেখো কেমনে হবে
পুলসিরাত’ টা পার?