খুলনা অফিস:
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন Come for Unprivileged Child (CUC) Khulna কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন সিইউসি। গতকাল ২৫ মে বিকাল পাঁচটায় সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সিইউসি স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাণবন্ত ছিল গোটা অনুষ্ঠান। স্কুলের সহকারী প্রধান শিক্ষক কারিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মো: শাহিন হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকা, সদস্য ঝরনা আক্তার, মোঃ সোহান, মোঃ মনিরুল ইসলাম, অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। নজরুলের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনে সি ইউ সি স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে নতুন অনুপ্রেরণা জাগিয়েছে এবং নজরুলের মতো সাহসী ও মানবিক হওয়ার শিক্ষা দিয়েছে। সি ইউ সি সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ছিল, আছে এবং থাকবে—আশা করি, আপনারাও এই যাত্রায় আমাদের পাশে থাকবেন।
চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে।