নিজস্ব প্রতিবেদক
সিলেট প্রেসক্লাবের হলরুমে গত ২৪ মে ২০২৫ ইং কবিতা কুঞ্জ সাহিত্য পরিবার সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী — ২০২৫ ইং এক বণার্ঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কবি শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং বিশিষ্ট লেখক ও কলামিস্ট মোঃ লোকমান হেকিমের অপূর্ব সঞ্চালনায় অনুষ্ঠানটি সবার দৃষ্টি আকর্ষণ করে। নান্দনিকতায় ভরপুর অনুষ্ঠানটি সবাই প্রাণ ভরে উপভোগ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
অধ্যক্ষ লেঃ কর্ণেল এম আতাউর রহমান পীর প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট জয়নাল আবেদীন জুয়েল বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন কবি রাহনামা শাব্বির চৌধুরী মনি ছড়াকার অজিত রায় ভজন গীতিকবি উত্তম কুমার চৌধুরী ছড়াকার তারেশ কান্তি তালুকদার
এডভোকেট আব্দুল মালিক কবি ফুয়াদ বিন রশিদ
কবি হিমাংশু রায় হিমেল কবি সন্তোষ রঞ্জন পাল প্রমুখ।
কবি লাভলী মজুমদার চমৎকার আবৃত্তি পরিবেশন করেন। আবৃত্তি সংগঠনের কর্ণধার বিমল কর তার মুক্তাক্ষর সংগঠনের পক্ষ থেকে খুব সুন্দর আবৃত্তি পরিবেশনা করেন। সংগীত পরিবেশন করেন রুনা তালুকদার ও তার দল। ছড়া কবিতা আবৃত্তি এবং গান ও নৃত্ব্য সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মনে এক ভিন্ন মাত্রার আনন্দ হিসাবে প্রাধান্য পায়। নান্দনিক পরিবেশে আয়োজনটি দর্শকদের চিত্তের আকর্ষণ হিসাবে বিবেচিত হয়।