মোঃ ইউসুফ খাঁন, রংপুর ব্যুরো প্রধান
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডলকে বদলি ও মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর পদে পদায়ন বাতিলের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ সকাল এগারোটায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে সচেতন রাজারহাট উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান প্রকৌশলী বরাবর মোঃ মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর পদে পদায়ন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। গত ২০ এপ্রিল ২০২৫ইং তারিখে রাজারহাট উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানার অন্যত্র বদলি হলে ওই পদে ১৪ই মে ২০২৫ইং তারিখে রাজারহাট উপজেলা সহকারী প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ মন্ডলকে উপজেলা প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়।
এ আদেশ প্রদান করার কয়েকদিনের মধ্যে মোঃ মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর পদে পদায়নের আদেশ দেন কর্তৃপক্ষ।
সেই আদেশ বাতিল ও মোঃ আব্দুর রশীদ মন্ডলকে উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বে রাখার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। মিজানুর রহমান সরদার একজন অযোগ্য, অদক্ষ, দুর্নীতিপরায়ণ ব্যক্তি। ইতোপূর্বে তিনি কোথাও সুনামের সহিত চাকুরি করতে পারেননি উল্লেখ করে মানববন্ধনে বক্তব্য রাখেন মেসার্স সোয়াদ কনস্ট্রাকশনের প্রোপাইটর মোঃ সফিকুল ইসলাম, ঠিকাদার মিল্টন, ইঞ্জিনিয়ার নূর খালেক, রিয়াজুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচির বক্তব্যে তারা বলেন আব্দুর রশীদ মন্ডলকে উপজেলা প্রকৌশলী হিসেবেই বহাল রাখতে হবে। কর্তৃপক্ষ যদি তাদের এ দাবি মেনে না নেয় তাহলে তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।