মোঃ আব্দুল ওয়াদুদ, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রাম নিয়ে গঠিত সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই বছর মেয়াদী পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে ২০২৫ ইং যুক্তরাজ্যের বার্মিংহামের একটি অভিজাত রেস্টুরেন্টে সার্কেল-২৫ এর ১১টি গ্রামের প্রবাসীদের অংশগ্রহনে নির্বাচন সম্পন্ন হয়।
সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পদে আলহাজ্ব মখলিছ মিয়া, সহ-সভাপতি পদে সৈয়দ কবির আহমদ, সাধারণ সম্পাদক পদে আবু তাহের জিম্মাদার. ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আব্দুল কাদির বুলবুল নির্বাচিত হয়েছেন। তাছাড়া নির্বাচন পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সুপারিশ করা হয়।
সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিচালনা পরিষদ নির্বাচনে সম্মানিত 'নির্বাচন কমিশনার' হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ এখলাছুর রহমান জিম্মাদার, ছুরুক মিয়া ফারুক, সৈয়দ মওসুদ হোসেন, রাসেল আহমদ ও এডভোকেট জুয়েল আহমদ তালুকদার।
নির্বাচন পরবর্তী সভায় বক্তব্য রাখেন মোঃ শফিক আলী, জাকারিয়া আহমদ, সাইফুর রহমান, কাপ্তান আহমদ, আকমল হোসেন, বাবুল মিয়া, শামীম জিম্মাদার, সৈয়দ শাহনুর আহমেদ, সাহেল জিম্মাদার, সৈয়দ সুহেব আহমদ, সেলিম কামালী, কামাল জিম্মাদার, আপ্তাব মিয়া পাকি, সফিক মিয়া, আব্দুল হাই, মিনার খাঁন, কাসেম আহমদ, ফরহাদ জিম্মাদার, কাওছার আহমদ, সামু জিম্মাদার, গোলাম মস্তফা প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন সবসময় আর্থ-মানবতার সেবা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবে- ইনশাআল্লাহ।