খুলনা অফিস:
মাথাল মার্কার প্রার্থীর গণসংযোগ অব্যাহত পিতার পক্ষে শিশুপুত্রের দোয়া ও ভোট প্রার্থনা।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল এর পক্ষে তার শিশুপুত্র মুস্তাফা ইরফান চৌধুরী আজ ১০ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় নগরীর শেখপাড়া, কেডিএ এ্যাভিনিউ, ডালমিল এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে। ইরফান নগরীর বসুপাড়াস্থ ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। খুলনা ২ আসনের মাথাল মার্কার প্রার্থীর পুত্র ইরফানের প্রচারাভিযানকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, শিক্ষক অনুপম সরকার, কবীর হোসেন, কাইয়ূম শরীফ জনি, সৈয়দ রাফসান জানি।
এদিকে আজ ১০ ডিসেম্বর সন্ধ্যায় সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল নগরীর সাতরাস্তা, ময়লাপোতা এবং সংশ্লিষ্ট এলাকার ডায়াগনস্টিক-হাসপাতালগুলোতে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা নেতৃবৃন্দ।
গণসংযোগ ও মতবিনিময়কালে খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী সোহেল বলেন, দুর্নীতি বাংলাদেশে দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ধন সম্পদ বৃদ্ধির জন্য দুর্নীতিই নীতিতে পরিণত করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে খেলাপী ঋণ অবারিত করা হয়েছে। দেশ থেকে বিদেশে অর্থ পাচার, বড় বড় চুরির মহোৎসব চলেছে। গণঅভ্যুত্থানের পর জনগণের ভেতর আশার সঞ্চার হয়েছিলো। অর্থ-সম্পদ লুণ্ঠনকারীদের বিচারের ব্যবস্থা করা হবে। পাচারকৃত সম্পদ ফেরত আনার ব্যবস্থা করা হবে। তবে সেই কাঙ্খিত অগ্রগতি সাধিত হয়নি। তিনি বলেন, প্রশাসন, পুলিশ, ভ‚মি অফিস, কর অফিস, রাজস্ব বিভাগ, স্থনীয় সরকারসহ বেশকিছ সরকারী সংস্থায় দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে যা’ সর্বজনবিদিত। রাষ্ট্রীয় দুর্নীতির এই ব্যবস্থা ভাঙতে হবে। আর তার জন্য প্রয়োজন রাষ্ট্রের আমূল সংস্কার।