সুরঞ্জন তালুকদার, মধ্যনগর সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এএসআই/মোঃমহিনুর সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানার মাটিয়ারবন এলাকায় বিষেশ অভিযান চালিয়ে জিআর মামলা নং-২১৭(২)২০(কলমাকান্দা) এর সাজাপ্রাপ্ত মোঃ লতিফ মিয়া(৩৬) কে গ্রেফতার করেছে।
গ্ৰেফতারকৃত লতিফ মিয়া উপজেলার বংশিকুন্ডা ইউনিয়নের মাটিয়ারবন গ্ৰামের মৃত
ছাত্তার মিয়ার ছেলে।পরবর্তীতে ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।