নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর শেরেবাংলা রোড,নিরালাস্হ বীর মুক্তিযোদ্ধা আমির খসরু শিশু বিদ্যানিকেতন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাজেদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা পরিবেশবিদ মানবতাবাদী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
স্কুলের শিক্ষিকা হাফিজা খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাঈদা পারভীন, স্কুলের শিক্ষিক শিখা পারভীন, রিফাত জেবিন শান্তা, রেবেকা সুলতানা, পপি আক্তার, রহিমা খাতুন, মেহবুবা মেহজাবিন কাজল,মাহিসা ইউনুস গুনগুন, খাদিজা খানম প্রমুখ।
অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণীর ফলাফল প্রকাশ এবং প্রত্যেক শ্রেনীর ১ম, ২ য়,৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিদায় সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। এসময়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষকদের হাতে তাদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন। এবং স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে বিশেষ উপহার দেওয়া হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার প্রাথমিক স্তর ও সমগ্র জীবনের ভিত্তি, কোমলমতি শিশুদের কে এসময়ে যেভাবে গড়ে তোলা হবে সেভাবেই গড়ে উঠবে।এ স্তরে শিক্ষকমন্ডলী যে কঠিন দায়িত্ব পালন করেন তা অত্যন্ত কঠিন কাজ। এ বেপারে অভিভাবকদের আন্তরিক দায়িত্ব পালন করা বেশি জরুরি।অতিথীরা বলেন স্কুলের শৃঙ্খলা, শিক্ষক মণ্ডলীর দক্ষতা ও আন্তরিকতা, শিক্ষার্থীদে শৃঙ্খলা বিশেষ করে বৃত্তি পরীক্ষার্থীদের উল্লেখযোগ্য ফলাফল এবং স্কুলের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন ।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংগীত সহ এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।