প্রেস বিজ্ঞপ্তি:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এক আলোচনা সভা অদ্য বুধবার সন্ধ্য ৬.০০ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এস এম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট নাগরিক নেতা পরিবেশবিদ খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। সংগঠনের সাধারণ সম্পাদক সরদার বাদশার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কবি সৈয়দ আলী হাকিম, এস এম মনোয়ার হোসেন লাভলু, অধ্যাপক স ম শরিফুল ইসলাম, খুলনা নাগরিক আইন পরিষদের ইন্সট্রাক্টর অ্যাডঃ মেহেদী হাসান, সংগঠনের নেতা কবি নাজমুল তারেক তুষার, মোঃ ইয়ারুল ইসলাম সবুজ, আন্তর্জাাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মোঃ শাহিন হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে মোঃ মশিয়ার রহমান টুকু, অ্যাডঃ কিংকর রাহা, মোঃ শরিফুল ইসলাম, আরিফ ইসলাম মনি খান, কবি কামরুল হাসান মৃধা, ডাঃ মোঃ রেজাউল ইসলাম, মোঃ শামসুল আলম, মোঃ মেহেদী হাসান রুমী, মোঃ আশরাফুল আলম, এস কে রানা আহমেদ, রুমানা আফরিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ করতে হলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। এ ব্যাপারে পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয়ে পাঠ অন্তর্ভূক্ত করার আহ্বান জানান বক্তারা। বিশ্ব মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য “আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র” এবং মূল বার্তা “প্রতিদিনের জীবনে মানবাধিকারের প্রতিফলন এবং আমাদের অধিকার সনম্পর্কে সচেতনতা বৃদ্ধি” উল্লেখ করে বক্তারা বলেন, দেশের প্রচলিত আইন, নিজের কর্তব্য এবং অধিকার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সর্বস্তরে মানবাধিকারের ধারণা পৌছে দিতে হবে। মানবাধিকার একটি বিশদ এবং বিস্তর বিষয়। মানুষের অধিকার রক্ষা করতে হলে সকল প্রাণী ও জীবের উপর সহনুভূতিশীল আচরণ অতি জরুরী। বক্তারা ক্ষমতাসীনদের আইনের অপব্যবহার, প্রশাসনের উপর যথেচ্ছা প্রভাব, বিচার ব্যবস্থার উপর খড়গ ঝুলানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় মোটা দাগেও মানবাধিকার সংরক্ষণ অসম্ভব।