খুলনা অফিস:
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার এক মত বিনিময় সভা আজ শনিবার বিকাল ৩.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় পরিষদ সদস্য, খুলনা শাখার সমন্বয়কারী এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো চীফ, সাংবাদিক নেতা এইচ এম আলাউদ্দিন, আইন অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, কবি, সাংবাদিক, লেখক শেখ আবু আসলাম বাবু, প্রধান শিক্ষক সাঈদা পারভীন, অ্যাড, মেহেদী হাসান, খুলনা উন্নয়ন ফোরামের আসিফ ইকবাল, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বিশ্বাস, পরিবেশকর্মী মোঃ শাহীন হাওলাদার, সাপ্তাহিক আজকের জনকথা'র সাহিত্য সম্পাদক কবি রহমত আলী প্রমুখ।
এসময়ে নেতৃবৃন্দ ময়ূর নদের বিভিন্ন স্থানের অবৈধ দখল এবং সীমাহীন দূষণের চিত্র ও নিষিদ্ধ ঘোষিত সিঙ্গেল ইউজড পলিথিন শপিং ব্যাগের নানামূখী ক্ষতির দিক তুলে ধরে, এব্যাপারে জেলা প্রশাসকের সদয় হস্তক্ষেপ কামনা করেন। নেতৃবৃন্দ বলেন ময়ুর নদের দখল দূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের আধিপত্যের কারণে খুলনার জলাবদ্ধতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে মশার উপদ্রব, মশাবাহিত রোগসহ এ এলাকার মানুষ এবং প্রাণীকূলের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। প্রয়োজন অবৈধ দখল উচ্ছেদ এবং পলিথিন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ। এসময়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এব্যাপারে দ্রুত সময়ের মধ্যে আইনী পদক্ষেপ নেয়া হবে বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। নেতৃবৃন্দ এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মূল সড়কে অবাধে বাজারের ময়লা আবর্জনা ফেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার জনগনের জীবন দূর্বিসহ করে তোলার কথা উল্লেখ করে এব্যাপারে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করেন।