শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ প্রেসক্লাব,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার, মাসিক সাংগঠনিক উন্নয়ন সভা ও শিবগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ই ডিসেম্বর ২০২৫ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ডের স্থানীয় কার্যালয়ে এই সভা
অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সাংগঠনিক আলোচনা হয়। পাশাপাশি শিবগঞ্জ উপজেলা শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত ৬ই নভেম্বর২০২৫- বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাংবাদিক ফরিদ খানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে শিবগঞ্জ উপজেলা শাখা পূর্ণাঙ্গ কমিটি বাতিল ঘোষণা করা হয় এবং গত ৮ ই ডিসেম্বর ২০২৫ -ইং তারিখে
সাংবাদিক,প্রভাষক এসএম শামসুজ্জোহা বিদ্যুৎকে আহ্বায়ক করে, জেলা কমিটির সমন্বয়ে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমতি প্রদান করা হয়। দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার, শামসুজ্জোহা বিদ্যুৎ কে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিজিটাল জেলা প্রতিনিধি,
করিমোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে, ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবনিযুক্ত কমিটির অন্য সদস্যরা হলেন।
সাংগঠনিক সম্পাদক-আশ্রয় প্রতিদিনের জেলা প্রতিনিধি, শাহিন শওকত,
সহ-সভাপতি দৈনিক জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের স্টাফ রিপোর্টার, শহিদুল ইসলাম পল্লব,
যুগ্ন সাধারন সম্পাদক,দৈনিক আশ্রয় প্রতিদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, সারোয়ার হোসেন ফরহাদ,
শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি, বেবি আরা খাতুন,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার, শামসুন্নাহার সুমা, অর্থ বিষয়ক সম্পাদক,দৈনিক অভয়নগরের বিশেষ প্রতিনিধি সানাউল্লাহ সুমন,
দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল বাতেন,দৈনিক সবুজ নগর পত্রিকার স্টাফ রিপোর্টার,সদস্য
জীবন ইসলাম এবং
আলী নেওয়াজ। সকল নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাদারিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।।