মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীর ভাঙন ও দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে স্থায়ী বালুর বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।
গতকাল বিকেলে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন,
“তিস্তার ভাঙন ও বালু জমাট বাঁধার কারণে চরখড়িবাড়ি অঞ্চলের মানুষ বহুদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সার্বিক সহযোগিতায় অবশেষে সেই দুর্ভোগ লাঘবের পথ তৈরি হলো।”
তিনি আরও বলেন,
“বাঁধটি নির্মাণ হলে টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি ও পূর্বখড়িবাড়ি এলাকার শত শত পরিবার ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পাবে।”
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন,
“তুহিন ভাইয়ের সহযোগিতায় স্থানীয়দের দীর্ঘদিনের একটি বড় সমস্যা অবশেষে সমাধানের পথে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।