কলমেঃ ওমর ফারুক
নিজের দেশে থাকি,
আমরা কেন অসহায়?
আমাদের দেশে আশ্রয় নেওয়া,
তারা এখন বলে বেড়ায়,
দেশটা নাকি তাদের তাই।
কবে আমরা দেশটা ফিরে পাব,
মহান রবের কাছে প্রার্থনা যে করে যাই।
মজলুমদের পাশে থেকে,
দেশটাকে নতুন করে,
তাদের কে স্বাধীন করে,
দিতে হবে এটাই বলতে চাই?
আমাদের দেশটারে তো,
বুজন রশিক নিমাই বানায়,
তারা খাই।
স্বাধীন দেশে মুসলিমরা,
আজ বড় এক অসহায়?
মহান রবের কাছে,
প্রার্থনা করা ছাড়া কি,
মুসলমানদের কি,
আর কোন উপায় নাই?
বিশ্ব মুসলিম শাসকরা,
আজও কেন,
বসিয়া বসিয়া ঘুমাই?
অদূর প্রান্তে,
আমাদের মুসলমান ভাই,
অনাহারে ক্ষুধার্তে,
নিঃস্ব হয়ে যে মরে যাই?
এটাই দেখতে হবে,
আমরা মুসলমান হিসাবে কি,
কিছু করার নাই?
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫