মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
খুলনার ডুমুরিয়ায় গোলনা রাহা বাড়ির সামনে মাহিন্দ্রা ও তেলবাহী ট্রাক লরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নি/হ/ত ও ৩/৪ জন আহত হয়েছে।শনিবার (১৭ মে) বেলা ১১ টার দিকে কয়রা উপজেলা থেকে মাহিন্দ্রা ছেড়ে আসে গোলনা রাহা বাড়ির সামনে এ ম/ র্মা/ ন্তি/ ক দু/ র্ঘ/ ট/ না ঘটে। তাৎক্ষণিক ভাবে নি/ হ/ ত হন তিন জন। আহত হন ৩-৪ জন।নিহত ও আহতরা কয়রা উপজেলা থেকে আসছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ডিসি অফিসে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন, খুলনা বিভাগীয় প্রোগ্রামে অংশ গ্রহণ করতে আশার পথে ডুমুরিয়া গোলনা রাহা বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় মাওলানাঃআব্দুর রশিদ কয়রা উপজেলার সাধারণ কেয়ারটেকার, শিক্ষক হাঃমাওঃ মঈনুল ইসলাম, মাহেন্দ্র ড্রাইভার রফিকুল ইসলাম স্পট ডেড এবং হাঃ ইউনুস ও আব্দুস সাওর ও মহিলা আহত হন।আহত দের কে নিয়ে গুরুতর অবস্থায় স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজন।