বিশেষ প্রতিবেদন:
মানুষের ব্যবহারিত ঐতিহ্য সংরক্ষণ করে
খুলনা আর্ট একাডেমি। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ।এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন সবাই সংস্কৃত মনা ভালো মনের অধিকারী। তারা সমাজকে সুন্দর রাখতে নিজেকে সদা ব্যস্ত থাকেন। খুলনা আর্ট একাডেমির একজন শুভাকাঙ্ক্ষী ঝালকাঠি জেলার ৫ নং কীর্ত্তিপাশা ইউনিয়নের খাজুরা গ্রামের বরুন মন্ডল চিত্রশিল্পী মিলন বিশ্বাসের জন্মস্থানের বাল্যবন্ধু। তিনি খুলনা আর্ট একাডেমির সংরক্ষণশালায় সোনি কোম্পানির টেপ রেকর্ডার বা ক্যাসেট প্লেয়ার উপহার দেন। বরুন মন্ডল তিনি যে একজন শিল্পীর বন্ধু এবং ভালো মনের অধিকারী তা প্রমাণ মিলেছে কারণ তার ব্যবহারিত সংরক্ষণ রেখে বন্ধুর সংরক্ষণশালায় পৌঁছে দিলেন।সংরক্ষণ শালাকে সমৃদ্ধ করার জন্য বন্ধুর দায়িত্ব পালন করলেন এতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন আমার বন্ধু অত্যন্ত ভালো মানুষ। আমরা শৈশবে একসাথে সময় কাটিয়েছি তাই মন মানসিকতা আমার মতই আছে বলেই তো আমার বন্ধু। সর্বশেষ চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলের কাছে অনুরোধ জানান তার বাল্যবন্ধু বরুন মন্ডলের জন্য মঙ্গল কামনা করবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন একজন শিল্প সাধনায় সফল হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
বরুন মন্ডল সহ যারা এই সংরক্ষণশালায় ঐতিহ্য উপহার দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি।
বিঃদ্রঃমানুষের ব্যবহারিত ঐতিহ্য সংরক্ষণ থাকলে
এ ধরনের হারিয়ে যাওয়া ঐতিহ্য দিতে আগ্রহী আমাকে জানাবেন আমি আপনার বাসায় গিয়ে নিয়ে আসবো।
আমাদের নবীন প্রজন্মরা এ ধরনের বিষয় দেখে তারা আনন্দ উপভোগ করে।
শুভেচ্ছান্তে
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি