মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
খুলনার কয়রায় গলায় শিকল দিয়ে তালা বাধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ।
মঙ্গলবার ২৭মে আনু্মানিক সকাল ৭ টার দিকে
খুলনা জেলার কয়রা থানাধীন নারায়নপুর বাজার চাঁদ আলী ব্রিজ সংলগ্ন কয়রা নদীতে গলায় শিকল দিয়ে তালা বাধা অবস্থায় মোঃ আব্দুল মজিদ সানা নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কয়রা থানাধীন নারায়ণ পুর গ্রামের মৃত মঞ্জিল সানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় সকাল বেলা লোকজন নদীতে গেলে দেখতে পায়, আব্দুল মজিদ সানার গলায় শিকল লাগানো অবস্থায় পড়ে আছে নদীতে। পরবর্তীতে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন কয়রা থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) ও থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায় আব্দুল মজিদ সানা মানসিক ভারসাম্য হীন হওয়ায় বিভিন্ন সময়ে এদিক-ওদিক ছোটাছুটি করতো।
নিজ বাড়িতে শুধুমাত্র রাতের বেলায় ফিরতো কিন্তু গতকাল সন্ধ্যায় থেকে আর বাড়িতে ফিরে আসে নাই নাই। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পাই নাই। পরবর্তীতে সকালে স্থানীয় লোকজনদের মাধ্যমে খবর পাই যে গলায় শিকল বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে, কারো সাথে কোন শত্রুতাও নেই, ধারনা করা হচ্ছে রাতে অজ্ঞাত কোন ব্যক্তি এরূপ কাজ করেছে, উক্ত ঘটনার ব্যাপারে কয়রা থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।