• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎আযানের ধ্বনি শোনার সাথে সাথে শোডাউনে দেয়া স্লোগান বন্ধ করে দেয় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকেরা ‎ ‎কিশোরগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হাজার মানুষ মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে পুলিশ ও গণমাধ্যমের ভূমিকা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক মুনীর চৌধুরী সোহেল শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুলতান মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে ছাতার ছায়া স্বাদে অনন্য বকফুলের বড়া কিশোরগঞ্জে দৈনিক নওরোজ এর সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ ভাবে নির্মাণ হচ্ছে ইটভাটা নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত: নৈতিকতা হারালেই দুর্নীতির বিস্তার ঘটে- ইউএনও রতন কুমার অধিকারী

কৃষ্ণ নন্দীকে ০৮ দলীয় জোটের প্রার্থী হিসাবে প্রচার করায় বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের ক্ষোভ

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ শিহাব খন্দকার, বিশেষ প্রতিনিধি খুলনা জেলা

খুলনা-০১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু ইউসুফকে সরিয়ে হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দিকে প্রার্থী করা হয়েছে। এ ঘটনায় বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এ অঞ্চলের ভোটারদের সাথে কথা বল্লে তারা কেউ কেউ এ বিষয়টাকে নেতিবাচক এবং কেউ কেউ ইতিবাচক ভাবে ব্যাখ্যা করেন।
তবে কিছু অনলাইন মিডিয়ায় কৃষ্ণ নন্দিকে ০৮দলের জোট প্রার্থী হিসাবে প্রচার করায় আন্দোলনরত ০৮ দলের অন্যতম প্রধান শরীকদল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা-০১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদ জানান ০৮দলীয় জোটের কোন সিদ্ধান্ত হয়নি। এমন সংবাদ যারা প্রচার করছে, তারা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। যার সাথে ইসলামি আন্দোলনের কোন সম্পর্ক নাই। এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-০১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট হাদিস বিষারদ মুফতি ফিরোজুল ইসলাম (বিএ অনার্স এম এ ইংরেজি, এলএলবি) জানান এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং জোটের যে বৈঠকে নির্বাচনী সিদ্ধান্ত হবে সে বৈঠক এখনো বসেনি,এ খবর মিথ্যা এবং ভিত্তিহীন।এমন খবর যারা প্রচার করছে তাদের উদ্যেশ্য ভালো নই। এ ব্যাপারে ইসলামি যুব আন্দোলন খুলনা জেলার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল্লাহ খালিদ নাজমুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানা ০৮ দলীয় কোন জোট এখনো হয়নি, তবে নির্বাচনী সমঝোতা হবে সেখানে শুধুমাত্র আসন ভাগাভাগি হবে কিন্তু এখনও কোন সিদ্ধান্ত হয়নি, যারা জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দিকে ০৮ দলীয় জোটের প্রার্থীকে বলে প্রচার করছে তারা বিশেষ খারাপ কোন উদ্দেশ্যে এটা করছেন।আমরা এর নিন্দা জানাই।
উভয় দলের নেতৃবৃন্দ খুলনা-০১ আসনের বাসিন্দাদের মিথ্যা এবং বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd