মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ- ০১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে শহরের পুরানথানায় অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো:-মাসুদ হিলালী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ- শরীফুল ইসলাম। সমাবেশে বক্তারা মাজহারুল ইসলামে বর্তমান ও পুরনো নানা অপকর্ম নিয়ে কথা বলেন। অবলম্বে এই মনোনয়ন বাতিল করে অন্য যোগ্য কাউকে মনোনয়ন দেয়ার আহবান জানান। এই মনোনয়ন পরিবর্তন করা না হলে সামনে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। সমাবেশে তৃণমূলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। শেষাংশে দেশমাতা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতার জন্য দোয়া করে সমাপ্তি করা হয়।