মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ভবের বাজার নামক স্হানে জিয়া মঞ্চের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলাবাসীর প্রিয় মুখ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সি:যুগ্ন আহ্বায়ক, জনতার চেয়ারম্যান মো: নাজমুল আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বৌলাই ইউনিয়ন বিএনপি সভাপতি মজলু মিয়া,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ- শহিদুজ্জামান তারেক,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ- বাছির উদ্দিন রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ-আবু ইউসুফ মেম্বার,বিন্নাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ-কবীর আহমেদ,চৌদ্দশত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো:-শামীম আহমেদ,জিয়া মঞ্চের জেলার সদস্য সচিব মোঃ-আল মামুন সোহান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন রশিদাবাদ ইউনিয়ন ওলামা দলের আহবায়ক হযরত মাওলানা নাজমুল ইসলাম।