কলমে: মিফতাহুল জান্নাত তাসফি
রক্তলাল কৃষ্ণচূড়া দুলছে নীরব হাওয়ায়,
প্রেমের গ্রীষ্মদুপুরে স্মৃতি জাগে ঘোরের ছায়ায়।
স্মৃতির পাতায় আঁকা এক অসমাপ্ত ছবি,
তোমার চোখে লুকিয়ে ছিল ভালোবাসার রবি।
আকাশ ছুঁয়ে রোদ ঝরে আগুনরঙা ঘোরে,
তোমার ছোঁয়ায় ওঠতো বেজে হৃদয় মধুর সুরে।
কৃষ্ণচূড়া জানে সব—নীরব ভালোবাসা,
শব্দের অভাবে রয়ে গেছে নিরব এক আশা।
ঝরা পাতার মতোই দিনগুলো গেছে হারিয়ে,
তবুও কৃষ্ণচূড়া ফোটে, আগের মতোই দাঁড়িয়ে।
কেউ বোঝে না আজও হৃদয়ভাঙা কথা,
নামহীন প্রেম, কৃষ্ণচূড়ায় লেখা বারতা।