কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
মক্কা-মদিনার পথে যাই,
আল্লাহর কাছে ক্ষমা চাই।
তাওয়াফ করি, কাবা ঘিরে,
হৃদয়ে শান্তি, স্নিগ্ধতার ভিড়ে।
হজ্জে এসে শোধে ভুল,
পুণ্যের পথে চলাই মূল।
দোয়া করি আমি সবার জন্য,
বিশ্বের শান্তি হোক অনন্য।
পথের ধুলায় প্রার্থনা করি,
মক্কা-মদিনার দিকে চলি।
এখানে সবার মন এক হয়,
বিশ্বের শান্তি বজায় রয়।
সবাই মিলে গাই শান্তির গান,
ভালোবাসায় ভরে উঠুক ধ্যান।
মক্কা-মদিনায় গেলে মন ভালো,
জেগে ওঠে প্রাণে ঈমান আলো।