দূর্বল? হা হা!
সে তো নিছক এক ছায়া,
তবুও তার অন্তরে লুকায়
অগ্নির পরিচয়!
ভাবিও না সে নীরব,
তার মৌনতাই তো
জমা ক্ষোভের বীজ,
যা একদিন বিস্ফোরিত হবে
ধ্বংস হবে অবহেলার সিংহাসন।
তোমরা যারা ভাবো,
দূর্বল মানেই করুণ পরাজয়,
তোমাদের ঘুম ভাঙবে
যেদিন সেই ক্ষীণ হাতেই উঠবে বজ্রশূল।
সে দিন আসিবে,
হে অভিমানী,
যবে তোমার ক্ষয় রচিবে সেই দুর্বল করতল,
যাকে তুমি ভাবিলে মূল্যহীন ধূলা।
হে নিদ্রিত সমাজ
সময় থাকতে শোনো
এ যে নিছক হুঙ্কার নয়,
এ যে আগত প্রলয়ের ধ্বনি।
জেগে ওঠে যারা তাদের থামানো দূরুহ ,
তাদের বিদ্রোহে বয়ে আনে
এক নতুন প্রভাত।