বুকে সাহস বেঁধে চল ,
যদিও বল আছে কম ,
একদিন হবেই সফল ,
সত্য সৎ সততাই বল।
মন শক্ত করে তুই গড় ,
মিথ্যাকে করিস না ডর ,
সত্যের ওপর কর ভর ,
বুকে সাহস ধরে চল।
মাটির জন্য মায়া কর ,
সত্যটাকে আগলে ধর ,
বুকে বল রেখে সত্য বল ,
ওরে নবীন দামাল দল।
তোর মাথার ওপর আকাশ ,
মায়ের দোয়া আশীর্বাদ ,
চোখের জল মুছে ফেল ,
মা’কে ভালোবেসে চল।
ও তোর মনটা যেন না’হয় দুর্বল ,
মিথ্যার নেই কোনো বল,
তুই সত্য হলেই হবি রে সফল ,
সদা মনে সৎ সাহস রেখে চল।।