কলমেঃ মুসলিমা আক্তার
যদি ঘোষণা আসে
পৃথিবীর প্রতিটি মানুষ আমাকে ঘৃণা করে
তবুও আমি মরবো না,
তবুও আমি ঝরে পড়বো না
ঝরে পড়া পাতার মতো।
যদি ঘোষণা করা হয়
পৃথিবীর কেউ আমাকে ভালোবাসে না,
তবুও আমি মিলিয়ে যাবো না
রোদের উষ্ণতায় ঘাসের উপর
জমে থাকা শিশিরের মতো।
আমি বেঁচে থাকবো
জোছনার রাতে টুপ্ টাপ্ শিশির বিন্দুর জন্য,
আমি বেঁচে থাকবো
কাঠগোলাপ গাছের নিচে পড়ে থাকা
একটি কাঠগোলাপের জন্য।
আমি বেঁচে থাকবো
বসন্তের দিনে পাতা ঝরার মতো
মলিন একটুখানি মুহূর্তের জন্য।
আমি বেঁচে থাকবো
বৃষ্টির দিনে মাটির অস্ফুট গন্ধে
আমি বাঁচতে চাই।