কলমেঃ সোনালী বসু
বিকেলে আজ বসে ভাবছি তোমার কথা।
চৈতি রোদে দগ্ধ হৃদয়ে তুমি নিবিড় শীতলতা!
তুমি এতদিন কোথায় লুকিয়ে ছিলে?
কেন এসে এতদিন পরে দেখা দিলে!
সেই যে প্রথম ফাগুন বেলায়।
খুঁজে কেন পেলাম না তোমায়?
এখন যে সব হারিয়ে আমি শূন্য।
তবুও তোমায় ভালোবাসি তুমি অনন্য।
পারবনা দিতে আমি তোমায় কোনো প্রতিদান।
বুকের মাঝে লুকানো ভালোবাসা কর গ্রহণ।
কি দিয়ে করব তোমায় বল বরণ!
সব রঙ হারিয়ে আজ আমি মলিন।
তোমার আমার মাঝে বাস্তবতার এক দেয়াল কঠিন।
মনের মাঝেই সব ভাষা রবে তাই ভাষাহীন।
মেটাতে পারবনা আমি কভু তোমার মনের আশা।
দেখালে তুমি আমায় সঠিক সত্য পথের দিশা!
তোমার প্রেমে চিরকৃতজ্ঞ রব আমি।
হৃদয়ের সব ভালোবাসা নাও তুমি।
বুকের গভীরে তোমার ভালবাসা রবে অমলিন।
ছিড়তে দেবনা এ হৃদয়ের বাধণ কোনোদিন।
যেখানেই থাক ভালো থেকো হে প্রিয় সখা আমার।
তোমার জন্যে শুভকামনা রবে জীবনভর!!