কলমেঃ শামীমা খালিদ শাম্মী
তুমি আছো আমার মনের মাঝে
আমার প্রতিটি রক্তের ফোঁটায়,
শিরা উপশিরা ধমনী অলিন্দে।
তুমি আছো আমার চোখের তারায়
কাজলের মায়ায়, কান্নার জলে,
বাঁকা হাসির উচ্ছলতায়, কপালের টিপে।
তুমি আছো আমার রাগে অভিমানে
পাওয়া না পাওয়ার হিসেবে,
দেখার তৃষ্ণায় কাতর আকুলতায়।
তুমি আছো ক্লান্তিতে, হারানোর ভয়ে
আমার ঘুম জড়ানো কন্ঠের মাধুর্যতায়,
অধরের আলতো ছোঁয়া চায়ের কাপে।
তুমি আছো আমার কবিতার ভাঁজে ভাঁজে
উপমার অলংকরণে হৃদয়ের অনুভবে,
অপেক্ষার প্রহরে নিষুপ্ত নয়নে।
চিরকালের সাথী তুমি আমার ভালোবাসা
আজন্ম বাঁধা ঐশ্বরিক বন্ধনের বাঁধনে,
মৃত্যু ছাড়া পারবে না ভাঙতে অমর জুটি।