কলমেঃ নাজমুল এইচ সবুজ
পরের ঘরের কাজের বেটি
নামটি তাহার মায়া,
দিবা-রাতি কাজের চাপে
মলিন মুখের ছায়া।
গরিব বাবার শ্যামলা মেয়ে
দৌড়ের উপর থাকে,
রূপ চর্চার নাই যে সময়
দেখবে ব্যস্ত তাকে।
উনিশ থেকে বিশ যে হলে
ম্যাডাম শোনায় ঝাড়ি,
বড় সাহেবের কথা মতো
চকচকে চাই বাড়ি।
পরের মেয়ে চাকরানি তাই
সকাল বিকাল পিষে,
আঘাত করে কথা শোনায়
মনটা জ্বলে বিষে।
মায়ার মতন অনেক মেয়ে
অশ্রু জলে কাঁদে,
গরিব কেনো করলে প্রভু
কষ্টেতে বুক বাধে।
মায়া কান্নার মানুষ তোমরা
উঁচু তলায় থাক,
গরিব কেনো ভাতে মরে
দেখবে তুমি না-ক।