কলমেঃ ওমর ফারুক
তুমি চলে গেছো আছিয়া,
তোমার কথা মনে হইতে,
আমাদের গায়ে সিউরে উঠে চমকাইয়া।
তোমার সাথে ঘটেছিল,
নিষ্ঠুরতা জাহেলিয়াতের যুগে,
হারমানিয়া।
তুমি তো আমাদেরকে রেখে গেছো,
তোমার জন্য আমরা যেন সুষ্ঠু বিচার চাহিয়া,
এখন আমাদের করতে হবে সুস্থ সুন্দর,
কুরআন মোতাবেক বিচার যেন চাহিয়া।
আজ তোমার ধর্ষণ কারীর বিচার করিল ধর্ষণকারীর মরতে হবে ফাঁসির রশিতে ঝুলিয়া।
আমরা এখন দেখিতে চাই তোমার ধর্ষণ কারীকে ফাঁসির রশিতে যেন দে ঝুলাইয়া।
তখন হয়তো কমে যাবে এমন নিষ্ঠুর আচরণকারী ধর্ষণকারীদের মত কিছু মানুষরূপী জাহালিয়া?