লেখকঃ সাদ বিশ্বাস
আমি কিঞ্চিৎ তবু কল্পনার কেন্দ্রবিন্দু যেন ছেয়ে যায় সপ্তম আসমান ছাড়ি,
সময়ের চাকা চলমান হলেও যেন কল্পনায় তাকে আটকে রাখতে পারি।
আমি জর্জরিত নিলয়হারা ভালোবাসাছূত,চলমান এই ভূমি গর্ভে,
কল্পনায় আমি রাজা,যেন আমি বিরল আমি সেরা এই ভূমি সর্বে।
কল্পনার মোহো কাটলেই আমি যেন বিচ্ছিরি,
নোংরা জামা কাপড়ে খালি পায়ে হাটিছিরি।
কল্পনার বাদশাকে বাদশা হতে আর কতক্ষণ,
শুধু একবার কল্পনায় আসতে দেরি যতক্ষণ।
কল্পনা বাস্তবায়নে কেবা দিবে হাতেহাত সবার জীবনে চলছে হাহাকার,
জল পাবোনা জেনেও বারবার ছুটে যায়, পরে সব দোষ মরীচিকার।
অন্যের আশায় বসে থাকা রয়েছে মোদের মাঝে বড় এক কুস্বভাব,
আশা ভাঙলে শুধু হতাশা, কই কিছুই তো হইলনা আর লাভ।
কল্পনাকে বাস্তবে রূপ দিতেহলে ছাড়তে হবে তোমায় অন্যের আশা,
ক্ষমতার উচ্চ শিখরে উঠিলে এড়িয়ে চলতে হবে সব ধরনের লালসা।
কল্পনা আর বাস্তবের মধ্যে যদিও হয় আসমান জমিন সমতুল্য ফারাক,
থাকে যদি তোমার মধ্যে সততা শিরদাঁড়া সোজা রেখে করো দুই কে এক।