ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল
পিতার কাঁধে পুত্রের লাশ
এর চেয়ে পৃথিবীতে ভারি কোন বস্তু আছে কি?
এর মত নির্মম বেদনাদায়ক,কষ্টদায়ক, হৃদয় বিদারক ঘটনা ঘটছে কখনো?
মনে হয় না তো।
সব পিতার কাম্য পুত্রের কাঁধে পিতার লাশ
যাহা চিরন্তন সত্য।
নির্মম এ ঘটনা ঘটে গেল কিছুক্ষণের মধ্যে
কিন্তু হায়!বিধিবাম ললাটের
লিখন যায় কি?
কখনো,
দিনকাল ভালোই যাচ্ছিল
হায়!হঠাৎ বৈশ্বিক মহামারী
এক সপ্তাহ হাসপাতালের
বিছানায়।
নিয়ে গেল চির দিনের স্বপ্ন
আঁকা মানুষটাকে।
নিষ্ঠুর কালো থাবা নিভিয়ে দিলো।
বঞ্চিত হলো ছেলে,মেয়ে
আর কখনো ছেলে,মেয়ে শুনতে পাবেনা মধুমাখা, স্নেহ জড়ানো,মায়াবী ডাক
আমার বাবা , আমার মা
কোথায়?
দু’টো অবোধ সন্তান হলো পিতৃহারা।
আর কোনদিন বাবা বলে ডাকলে
উত্তর আসবেনা কখনো।
অবাঞ্ছিত আবদার করার
মতো কেউ রইল না।
ছেলে, মেয়ে দু’টো এতিম হয়ে গেল
আর বৃদ্ধ মা,বাবা কি?
ভাবে ধৈর্য্য ধারণ করবে পুত্র শোকের
দু’দিনের এই খেলাঘর খেলেছি কত খেলা
সব শেষ,নিমিষে হয়ে গেল ভবলীলা সাঙ্গ।
মায়ার এ পৃথিবীতে শুধু আমার আমার
একবার কি?
ভেবে দেখেছি
আমি কি?
আমার নশ্বর দেহখানা নিমিষে যাবে চলে
হে, পরমপিতা!আকুতি মোর
কখনো করোনা অবুঝকে এতিম
যা সইতে নারি।
এমন লাশ আর দেখতে চাই না।